ইতিহাস

রাজশাহী জেলার অন্তর্গত বাগমারা উপজেলাধীন ভবানীগঞ্জ (উপজেলা সদর) হতে ০৮ কি: মি: পচ্শিমে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ের পূর্ব পাশ দি;য়ে একটি কাচা রাস্তা আছে। যার দ্বারা উজেলা সদর, রাজশাহী জেলা সদরসহ অন্যান্য গরুত্বপূর্ণ স্থানে যোগাযোগ ব্যবস্থা সম্ভব হয়। ইহার পশ্চিম পাশে রয়েছে একটি বিশাল খেলার মাঠ মাঠের পশ্চিম পাশে রয়েছে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ১৩টি পাকা ও সেমি পাকা কক্ষ বিশিষ্ট বিদ্যালয় ভবনের সামনে ও পেছনে রয়েছে এক সারি করে ফলের ও কাঠের গাছ। প্রতিষ্ঠানের পশ্চিম দিকে একটি যা বর্ষা মৌসুমে স্বল্প পরিসরে নৌ যোগাযোগ নিশ্চিত করে। সব কিছু মিলে প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিকতায় সংমিশ্রণে ইহা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অত্র এলাকায় সুপরিচিত। অত্র বিদ্যালয়ের ইতিহাস অতি প্রাচীন ও প্রসিদ্ধ। ইহা স্বাধীনতার পূর্ব হতে পাশ্ববর্ত্বী বা অত্র গ্রামের কয়েকজন তৎকালীন পন্ডিত ও বিশিষ্ট ব্যক্তি বর্গ দ্বারা বাংলা, আরবী, ও প্রাথমীক গণিত শাস্ত্র পাঠদান করানো হয় এবং এলাকাতে শিক্ষার প্রসার ঘটতে থাকে। অত:পর ০১/০১/১৯৭০ ইং সনে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে ও ০১১/০১/১৯৭২ ইং সনে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়, ১৯৯৫ সালে মাধ্যমিক স্বীকৃতি পায়।০১/০৪/১৯৯৯ সালে মাধ্যমিক শাখা এমপিও ভুক্ত হয় । বিদ্যালয়টিতে বিজ্ঞান, মানবিক ও কুষি শিক্ষা এবং কম্পিউটার শিক্ষা চালু রহিয়াছে।